top of page

প্রচ্ছদ শিল্পী

  • রিয়াঙ্কা রায়
  • Apr 15, 2022
  • 1 min read

আমাদের এবারে প্রচ্ছদ এঁকেছেন শিল্পী রিয়াঙ্কা রায়। তিনি বিভিন্ন পত্র পত্রিকায়, গ্রন্থে ইলাস্ট্রেশন, কার্টুন এবং প্রচ্ছদ অঙ্কন করে থাকেন। শিল্পকর্ম কে ভালবেসে তাঁর যে পথ চলা শুরু হয়েছিলো তা ক্রমশ আসক্তিতে পরিণত হয় এবং পরবর্তীতে তিনি এটাকে পেশা হিসেবে গ্রহণ করেন। সমাজের বা জীবনের বিভিন্ন দিক গুলো শিল্পের মাধ্যমেই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এই বিশ্বাস কে রং, তুলিতে পরিণাম দেয়াই তাঁর মুখ্য কাজ। আর সাথে কাজের মাধ্যমে যদি কোন রূপ আনন্দ প্রদান করতে পারেন তাহলে তিনি তাকে জীবনের উপহার বলে মনে করেন।

শিল্পীর সাথে যোগাযোগের ঠিকানা- https://www.facebook.com/artislife.riyankaroy



ree


Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page