top of page
  • পিয়াংকী

অণু কবিতা - বরফ


এই যে তোমার নিত্যদিনের যাতায়াত

আয়নার সামনে দাঁড়িয়ে থাকা


কিভাবে বিলিয়ে দাও নিরাময়?


রাস্তায় জল জমে। বর্গী আক্রমণ হয়।

ডুবিয়ে দিলে জীবন উড়ে যায় ফুস করে


এরপর যদি নক্ষত্রের গায়ে জমে ওঠে বরফ

তুমি আয়না মুছবে কি দিয়ে? ভেবেছ?

নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page