top of page

কবিতা - এগিয়ে যাচ্ছি

  • ক্ষুদিরাম নস্কর
  • Apr 9, 2022
  • 1 min read

ক্ষুদিরাম নস্কর


ঢেউ আসে ঢেউ যায়--

আবার আগের মতো সমুদ্র শান্ত।

কেবল পাহাড়ের ঘুম ভাঙ্গে না।


পাহাড় যখন রাজপথে দৌড়ায়

প্রকৃতির বড় ভয় হয়।

কারণ সে ন্যায় অন্যায় বোঝেনা,

বোঝেনা উস্কানির পরিনাম।

সে অজ্ঞান আবেগে অন্ধ।

চোখ নেই মস্তিষ্কে তাহার---


তবু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়,

কিভাবে কত সহজে ধৈর্য ধরে

নিশ্চিহ্নের দিকে এগিয়ে যাচ্ছি আমরা।

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page