top of page
  • বিদ্যুৎ মিশ্র

কবিতা - এমন দিনে






ঝিলিক মেরে রোদ উঠেছে

পাখির ছানা হাসে

নদীর জলে ছলাৎ ঢেউ

মন লাগেনা চাষে।


মাঠে তখন চরছে গরু

রাখাল ভাই কাছে

চলনা এসে ওড়াই ঘুড়ি

আমার কেনা আছে।


দূরের থেকে ডাকছে কেউ

বলছে খোকা আয়

আম ফলেছে বাগান জুড়ে

সবাই পেড়ে খায়।


ভাবছি আমি এমনদিনে

ভরে রঙিন খামে

স্বপ্ন কিছু পাঠিয়ে দেবো

লিখে তোমার নামে।

নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page