top of page
  • দীপঙ্কর সরকার

দুইটি কবিতা



দিনলিপি

আমৃত্যু লিখে রাখি দিনলিপি তার

সহসা উদ্বেলিত হাওয়া আকারে

ইঙ্গিতে ঠেস মারে খুব । আমি ও

নাছোড়বান্দা এক অসম লড়াই

করি ...


প্রতিপক্ষ যেই হোক মনেই

রাখি না , শুধু জানি এ জীবন

সংগ্রামময় আমৃত্যু লড়ে যেতে

হবে তীব্র ক্ষুধাতুর ।


আমি তাই মৃত্যুর দিনলিপি

লিখে রাখি খাতার পাতায় ।


অচেনা আকাশ


ঘনঘোর কুয়াশায় কোনো কিছুই স্পষ্ট নয়

আজ , আকাশ অচেনা লাগে পাড়ি দিই

অজানা ঠিকানায় ।


আবছা অনচ্ছ সব মেঘেদের নিজস্ব বলয়

কোথাও পরিচিত ঘ্রাণ নেই চেনা স্বাদ--এ এক

পরম বিস্ময় ।


জীবন জীবনের মতো চলে আপন গতিতে

কোথাও ছন্দ পতন নেই , বিপদ বালাই তথাপি

অচেনা কেমন অজানা আকাশ থেকে থেকে

ভ্যাঙচায় মুখ অবাক পৃথিবী চেয়ে থাকে এক

চিলতে রোদের প্রতীক্ষায় ।

নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page