top of page
  • অরুণাভ দত্ত

কবিতা - তোমাকে বলছি শোনো




ভেনাস গ্রহের তুষার-মানবী শোনো,

তোমার কঠিন বরফ জমা বুকে

ভীষণ রক্তক্ষরণ হয়ে গেছে,

বয়ে গেছে মত্ত মরুভূমি ঝড়- আজ বুঝতে পারি!

কাছে আসার কয়েক জ্যোৎস্না লহমা

নাকি দেড় যুগ শৈত্যের হিসাব করবে বলো?

ভঙ্গুর শরীরের সীমানা ছাড়িয়ে এশিয়া-ইউরোপ আর মারণ ভাইরাস,

হাজার আলোকবর্ষ দেয়াল তুলেছে খুব-

তুমি আর তোমার ছটফটে উপগ্রহ

আমার সৌরমণ্ডল,হ্যাঁ।

আমার অধ্যাত্ম, আমি খাঁ খাঁ আতঙ্ক রাতে

পাথর কেটে রাস্তা বানিয়ে যাই-

ভোরের বৃষ্টিতে একলা ভিজে ভিজে, নয়তো ঝঞ্ঝা!

সে রাস্তায় কখনো আসতে পারো যদি।

আসবে তো তুমি? ক্ষমা করবে আমায়?



নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page