top of page

কবিতা - ঠিকানা

  • মিঠু ঘোষ
  • Dec 3, 2020
  • 1 min read

Updated: Jan 22, 2021



ঠিকানা তুমি আছো বলে সবাই সবাইকে চেনে, ঠিকানা তুমি আছো বলে কারো ভুল হয়না কোথাও ঘুরতে গেলে।


ঠিকানা তুমি আছো বলে ঘুমিয়েও কিছু ভুলিনা পিছে, ঠিকানা তুমি আছো বলে আমার বন্ধু আমার পাশেই আছে।


ঠিকানা তুমি আছো বলে আমার স্বপ্ন শেষ হয়ে যায়নি, ঠিকানা তুমি আছো বলে হরকরার চাকরি গুলো যায়নি।


ঠিকানা তুমি আছো বলে বন্ধুর সাথে দেখা হলো অবশেষে, ঠিকানা তুমি আছো বলে ফিরে এসে সে ভালোবাসলো অবশেষে।


ঠিকানা আজ তোমারই হলো জয় তুমি আছো বলে আজ হারিয়ে যাবার নেই যে কোনো ভয়।




ree

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page