top of page

ছিন্নথান

  • স্বর্ণালী তালুকদার
  • Sep 3, 2021
  • 1 min read



কতটুকু দেখেছ তুমি শিকড়ের টান?

গাফিলতিতে ভরা মানুষগুলোকে আর মানুষ

বলে ভাবতে ইচ্ছে করে না, তাই না?

ছেড়ে দাও।

এদিক সেদিক ধাক্কা খেয়ে ধুলো মাখতে দাও।

বুঝে নিতে দাও ওদের নিজেদের অসুখ।।

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page