top of page

কবিতা - ভাসান

  • দীনেশ
  • May 18, 2021
  • 1 min read


নিশ্বাসে নিশ্বাসে আমি ক্রীতদাস

আমার চারপাশের বিজ্ঞাপনে ভেসে বেড়ায় ভালোবাসা,

আমি তার ক্রীতদাস, তাই তার গন্ধ পাই না।

আমার সব সকাল সন্ধ্যায় রক্ত পচে গলে পড়ে,

আমি তার স্বাদ নিতে পারি না,

আমার দাঁত নখ ডানা প্রজাপতি বেশ্যাগিরি

সব আমাকে জন্ম ক্রীতদাস বানায়।

আমি তোমায় নমস্কার করি,

না কি নমস্কার করতে চাই

আমি বুঝতে পারি না,

আমি বুঝতে পারি না যতক্ষণ আমি ভেসে চলি,

গঙ্গায় গঙ্গায় পাড়ায় পাড়ায় দরজায় দরজায়

ক্রীতদাসের পায়ে পায়ে।




ree

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page