top of page
  • গোবিন্দ মোদক

ভালোবাসা কোনও অসুখের নাম নয়





ভালোবাসা একটি অসুখের নাম

যাতে মিশে আছে গ্রীষ্মের ফুটিফাটা মাঠ,

শীতের শুষ্কতা আর বিষণ্ণতার এপিসোড।

তবু কখনও কখনও

ইতিউতি আছড়ে পড়ে বর্ষার মেঘ,

ভেজা বারান্দায় শরত হাসে,

আকাশপ্রদীপের আলো চোখে পড়ে হেমন্তের ভিড়ে,

কিংবা বসন্তের কৃষ্ণচূড়া স্পর্ধিত হয়।


কিন্তু মোদ্দা কথা হলো ---

ভালোবাসা কোনও অসুখের নাম নয়।

এ এক বিপন্ন প্রজাতির দুঃখবোধ

যাকে সযত্নে লালন না করলে প্রাণসংশয় হতে পারে,

পৃথিবীর বাস্তুতন্ত্র থেকে হারিয়ে যেতে পারে

একটি গানের কলির মতো শব্দ

অথবা কোনও সুর-ঝংকারের মণিময় আলো।


তবুও প্রেমের মহাকাব্য জুড়ে

অনুরণিত হতে থাকে একটাই শব্দ --

ভালোবাসা অবশ্যই কোনও অসুখের নাম,

নইলে ট্রয়ের যুদ্ধ হতো না,

হতো না মহাভারতের ভারত-যুদ্ধ !

নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page