top of page

কবিতা - ফিরে এলে

  • আইরিন সুলতানা লিমা
  • Sep 9, 2021
  • 1 min read





ফিরে এলে এমনি হয়

জ্বলে পুড়ে যায় দেহ

চোখে শ্যাওলা জমে...


চুল উঠে যায়

চেহারা ঝলসে যায়

হাসি থেকে দুঃখ ওড়ে


ফিরে এলে মৃতের ছায়া ঘোরে সবখানে

ঘাড় মটকে রাজত্ব করে ওৎ পেতে থাকা দুঃখ...


তবুও ফিরে আসতে হয়

ভুলে থাকতে হয়

কুড়িয়ে পাওয়া ভালোবাসা


ভালোবাসা মৃতের সৎকার করতে

ফিরে ফিরে আসে।

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page