top of page

কবিতা - গোপাল কথা

  • অরবিন্দ মাজী
  • May 1, 2021
  • 1 min read




রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় পাত্র

নামটি গোগোল ভাঁড়,

ঘুরে বেড়াতে ভালোবাসতো

যেনো ধর্মের ষাঁড়।


হাসতো না নিজে গোপাল

হাসাতো অন্য জনে,

দেখলে তাকে খুশি হতেন

মহারাজা মনে মনে।


হাসির খোরাক জোগাতো সে

রাজার হাসির তরে,

তার জন্যই মোটা মাইনে পেতো

অভাব ছিলনা ঘরে।


অতি বুদ্ধিমান ছিল সে যে

সমস্যার সমাধানে,

মহারাজকে বুদ্ধি জোগাতো

তাঁর কানে কানে।


কোন বিপদে পড়লে মহারাজ

ডাক পড়তো গোপালের,

তৎক্ষণাৎ গিয়ে হাজির গোপাল

রাজার বিশাল দরবারে।


কৃষ্ণনগরের অলিগলিতে সবাই

চিনতো প্রিয় গোপালকে,

তার বুদ্ধির জোরেই মহারাজা

তর্কে হারাতো সবাইকে।




ree

header.all-comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page