top of page

কবিতা - একমুঠো আবির

  • মিঠু ঘোষ
  • May 10, 2021
  • 1 min read




একমুঠো আবির দিয়েছে বদলে তাকে

সারাজীবন শ্রদ্ধা ও ভালোবেসেছিল যাকে।


এক মুঠো আবির বদলে দিয়েছে তাকে

মানব প্রেমের ভালো ভাষাকে।


এক মুঠো আবির সজীব করেছে তাকে

বদ্ধ ঘরে গুমরে মারছিল যে সেই ছেলেটাকে।


একমুঠো আবির মিলন তা দিয়েছে সবাইকে,

জাতীয় ভেদাভেদ ভুলে গিয়ে এক প্রাণ এক ডাকে।


একমুঠো আবির অসাধ্য সাধন আজ।

যার ছিল না কিছুই সে যে বিক্রি করছে আজ।


একমুঠো আবির রঙিন করেছে তাকে,

শ্বেতবসনে সেজে বেছেছিল যে সেই মেয়েটাকে।


একমুঠো আবির দিয়েছে আনন্দ উল্লাস,

বাচ্চা ছেলেটার হাত ধরে দাদু দিদার মত্ততা উদ্ভাস।


একমুঠো আবির ভালোবাসায় দিয়েছে বন্ধন প্রীতি,

অপেক্ষারত মেয়েটি পেয়েছে ছেলেটির কাছে স্বীকৃতি।



ree

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page