top of page

একগুচ্ছ অণুগল্প

  • অপরাজিতা
  • Dec 17, 2020
  • 1 min read

সাঁতার খেলা



রাতে যখন চুপিচুপি অরুণ কাকা পুলের কাছে হারিয়ে যাওয়া আংটি খুঁজতে এল; বুবলি সব শক্তি দিয়ে কাকার মাথাটা ডুবিয়ে ধরে থাকে-যতক্ষণ না বুদবুদ ওঠা বন্ধ হয়। এই খেলাটা আজ সকালে অরুণ কাকাই তাকে শিখিয়েছিল।


প্রেম



“পরজন্মে বিশ্বাস করো?”

“করি বইকি!”

“সাত জন্ম তুমি আমার হয়েই থেকো।”

এই প্রেমালাপ মনে রেখেই ধাক্কা মারতে উদ্যত তমোনাশকে জড়িয়ে ধরে প্রীতি। তারপরে বেসামাল হয়ে দুজনেই মিলিয়ে যায় খাদের গভীরে।


ছবি



ভূত প্রেত মানেন না রমেনবাবু। পড়ন্ত বিকেলে তাই নির্ভয়ে নির্জন পাহাড়ি রাস্তায় হাঁটতে বেরন তিনি।

পোড়ো বাংলোর কাছে এক দম্পতিকে দেখে চমকে ওঠেন। ওদের অনুরোধে কয়েকটা ছবিও তুলে দেন।

বউটি এরপরে বলে- “আপনার একটা ছবি নিই দাদু?”

মোবাইলে ক্লিক করে স্ক্রিনে তাকিয়ে মাথা ঘুরে যায় বউটির- স্ক্রিন জুড়ে শুধুই গোধূলির আলো মাখা প্রকৃতি।


ree

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page