top of page

অণু কবিতা - রঙিন চশমা

  • শিখা বিশ্বাস
  • Dec 20, 2020
  • 1 min read


রঙিন চশমা পরে হাঁটতে হাঁটতে মুখ থুবড়ে পড়লাম চকচকে আয়নার দরবারে।

মুখ আর মুখোসের ভারে পৃ থিবী উলোট পালোট।


নিজের চোখ দিয়ে দেখি শব্দরা মৌমাছির মতন চরা নদীর তীরে ছুটে চলেছে।।


বাকরুদ্ধ আমি,

একাকীত্বে আছি পৃথিবীর এক কোণে।



ree

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page