top of page

অণুকবিতা - প্রশ্ন

  • অরুণাভ দত্ত
  • May 8, 2021
  • 1 min read





কবি - সুকান্ত এবং অরুণাভ


তুমি কোন্‌ শাড়ি ভালোবাসো , জটিলতা?

তুমি কোন্‌ পাখি ভালোবাসো – বেদনা?

তুমি কার ছবি ভালোবাসো - মরুভূমি ?

তুমি তাঁর হাসি ভালোবাসো - নীল নদী ?

যাদের কাজল আছে,

আমার চোখে তাঁরা রামধনু -

পান্না রঙা ঘাসে হলুদ ফুল,

কার্সিয়াঙ এর গিদ্দা পাহাড়,নামথিন হ্রদ-

লাল ওড়নার সুগন্ধে পাহাড়িয়া সুর,

জানি তুমি বৃষ্টি ভালোবাসো, কুয়াশা !








Kommentare


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page