top of page

অণু কবিতা - জৈব

  • পিয়াংকী
  • Dec 19, 2020
  • 1 min read

Updated: Jan 22, 2021



আজও ক্ষয়হীন তামাটে দেহে সে জন্ম দেয় প্রশ্বাস

অথচ মিছিলের ভিড়ে নিজেকে গুটিয়ে রাখে সন্তর্পণে।


অবক্ষয় ধুয়ে আবক্ষ ঈশ্বর মূর্তি।


আদতে কিচ্ছু করতে হয় না।

শুধু এই চোখটা জলের পাত্রে প্রতিস্থাপিত করি

তারপর বলি...

"এসো , তাকাও। এই ভরন্ত জলেই এক দেহ ক্ষত আর বিশ্বাস "




ree

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page