top of page
  • দীনেশ

কবিতা- সাদা ক্যানভাস এবং ঢোঁড়া-মানত

সাদা ক্যানভাস


অরণ্যের শিকড়ে শিকড়ে সিঁদ কেটে ক্লান্ত

ক্যানভাসে সাদা অট্টহাসি

সর সর করে বাস্তুসাপ হয়ে যৌনাচারে মগ্ন

কলাপাতায় নিজের নিজের মুণ্ডু

ধান দুব্বো সহযোগে


তবু শিয়ালের নরম দৃষ্টি শুয়ে থাকে বগলের নিচে

আরও আরও নিচে সিঁড়ি নেমে গেছে

অরণ্য থেকে যত দূরে গেলে তোমার নখে,

তোমার রক্তে, তোমার বংশে তোমার যাবতীয় নির্বংশে বিষ গাড় হবে

তুমি তারও দূরে সরে যাও


অরণ্যে আর নজর রেখো না।


ঢোঁড়া-মানত


পরিণতি এক সাজানো রোদের মত

ধরার আগেই মিলিয়ে যায়

কেঁপে কেঁপে যায় হাতের ওপর ঢোঁড়া সাপের মানত

পায়ের আলতা সরে গিয়ে ইন্দ্রের কোলে চেপে বসে

বেহুলা কিছু বলতে পারে না

আমরা কি আর বলতে পারছি কিছু

রাষ্ট্রের মায়াবী দুটো জঙ্ঘার মাঝে বন্ধ দম

একদিন ছেড়ে দেব

ছুঁয়ে যাবে ছায়াপথ কোনো একরত্তি কালে।






নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page