top of page

অণুকবিতা - ঘর

  • কৌশিক চক্রবর্ত্তী
  • Jul 25, 2020
  • 1 min read

Updated: Dec 16, 2020


বৃষ্টি হচ্ছে। একনাগাড়ে।

ভিজছি। ছিঁড়ে পড়ছে চাঁদোয়া।

জল বাড়ছে ঘরে। চৌকাঠে।

ওজন বাড়ছে ডানার। ক্রমাগত...

ছিঁড়ে পড়ব। হয়ত নিচের তলায়।

আর ঘর বদলানোর চেষ্টা করিনি আমি।


কবি পরিচিতি - কৌশিক চক্রবর্ত্তী। পেশায় কম্পিউটার সাইন্স এবং টেকনোলজির অধ্যাপক। বিজ্ঞানের আন্তরিক সাহচর্যের সাথে সাথে সমান তালে চলে কাব্যসাধিকার আত্মিক সেবা। কলকাতায় হিন্দু স্কুল থেকে বিদ্যালয়ের পাঠ শেষ করে তিনি তাঁর কারিগরি স্নাতকোত্তর শিক্ষা সম্পূর্ণ করেন ২০০৯ সালে। বর্তমানে এপার বাংলা ও ওপর বাংলার বিভিন্ন পত্রিকা এবং দৈনিক কাগজে নিয়মিত প্রকাশ হয়ে চলেছে তাঁর কবিতা। কবিতার জন্য পেয়েছেন একাধিক সম্মান। কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮) কবি আর্যতীর্থ সম্মান, বিদ্যাসাগর সাহিত্য সম্মান, কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ) তার মধ্যে অন্যতম। প্রকাশিত যৌথ কবিতা সংকলন হল 'তেরো'(আত্মজা প্রকাশনী, ২০১৭) এবং 'চারবাক'(অসময় প্রকাশনী, ২০১৮)। একক কাব্যগ্রন্থ 'আরেকটু নৈঃশব্দ্যের দিকে' (অসময় প্রকাশনী, ২০১৮) এবং 'অভিযোগ ও দাফনপ্রক্রিয়া' (চক্রবর্তী অ্যান্ড সন্স পাবলিকেশন, ২০২০)।

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page