top of page
  • অরিজিত বাগচি

অণুকবিতা - প্রেম

ম্যাগডেনালে সুমনের গিটার

আর সাঁওতাল পাড়ায় চলা

আনন্দ বাউলের গান , এক হলো বুঝি ?

শিরায় শর্করা ভাগ বেশি হলে

মানুষ অমন একটু

বিরহ সলিড আশ্চর্য আচরণ করে থাকে ,

এতে দু'চামচ নীরবতা ঢেলে ভুলে যাও ,

অদম্য চাওয়া বলতে

আমার প্রেম ছাড়া কিছুই নেই আর ।


কবি পরিচিতি - অরিজিৎ বাগচী'র জন্ম কলকাতার কসবায়। ১৯৯৯ সালে মায়ের হাত ধরে তার কবিতা লিখতে আসা, প্রথম আত্ম প্রকাশ স্কুলের ঘাসফুল দেওয়াল পত্রিকায়। অসংখ্য বাংলা কবিতার পাশাপাশি তার বাউলমনস্কতা ও বাউলপ্রেম যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশ এবং কলকাতা থেকে প্রকাশিত প্রথম সারির বহু পত্র-পত্রিকায় নিয়মিত লেখালিখি করেন অরিজিত। অরিজিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ ১৪৪ ধারা, বই টির জন্য স্রোত পত্রিকা থেকে তরুণ বঙ্গ প্রতিভা ২০২০ সম্মাননা পান। এছাড়া ২০১৭ সালে 'কলকাতা আমি তোমাকে ভালোবাসি' সংস্থার পক্ষ থেকে কলকাতা ব্যাপি কবিতা যুদ্ধে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় অরিজিত এবং ২০১৮ (KATV ) সংস্থার থেকে যুবা কবি সম্মাননা পান। ২০১৮ সালেই মনের দর্পণ পত্রিকা থেকে শারদ সম্মানে ভূষিত হন । ২০১৯ সালে যুগসাগ্নিক পত্রিকা থেকে পান যুগসাগ্নিক তারুণ্য সম্মাননা - ১৪২৬ পান অরিজিত।

নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page