top of page

স্মরণে - নবনীতা দি কে

  • সুমন্ত চক্রবর্তী
  • Dec 24, 2019
  • 1 min read

ভালোবাসার অরুণ আগুন থাক ছুঁয়ে থাক তোমার বুকে, স্মৃতিকথায় আমিও না হয় ঠোঁট ছোঁওয়াবো এক চুমুকে। মাঝে মাঝে উঠবে যখন তুমুল খুশির হর্ষধ্বনি, তোমার কাছে পেশ হবে সব কাব্যকথায় রাগ রাগিণী। নিঝুম দুপুর ভরবে গানে ছন্দে সুরে আবৃত্তিতে, তখন তোমায় করবো বরণ মন ছোটাবো একতারাতে। হঠাৎ করে তোমার চোখের শ্যামল সবুজ ইচ্ছেগুলো, পড়বে আবার সবার মনে আমরা সবাই ভীষণ ভুলো। আবদারে আর আহ্লাদেতে সব খ্যাপামির দোরগোড়াতে, তোমায় আবার দেখতে পাওয়া নিঝুম রাতের এক তারাতে। হট্টমালার দেশ পেরিয়ে গেছো চলে সুদূর দেশে, যেমন তোমার মন বিবাগী বাউল রূপের ছদ্মবেশে। ঘুম পাড়ানি মাসি পিসির গান শুনছো আপন মনে, একলা তুমি ‘অনেক’ হয়ে সবার হৃদয় মধ্যিখানে। কিসের সে শোক, কান্না কিসের, তোমায় মোটেই হারাই নি তো, যেমন ছিলে তেমনি আছো জীবন বোধে সমন্বিত। আমরা সবাই মিছে ভয় পাই জীবন তরীর অচিনপুরে, কে রবে আর এক জায়গায় মিশবো সবাই এক সুদূরে।

(ছবি ঋণ - ইন্টারনেট)

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page