Search
অণু কবিতা - চরিত্র
- সবুজ বাসিন্দা (সুপম রায়)
- Jul 25, 2019
- 1 min read
নিশিকন্যার স্তন খুলে চরিত্ররা ঢুকে পড়ছে ঘোরে ।
এই নির্জন উপত্যকার জ্যোৎস্না চির অর্বাচীন ---
দালানের কার্নিশে এখনও ফেকাশে ইতিহাসের
হাউসফুল আর্তনাদ শোনা যায় ।
রূপালি আপেলের আলোর নিচে
তাস খেলতে খেলতে ভুলে যাচ্ছে সবাই,
চরিত্রের কোনও ট্রাম্প কার্ড হয় না ।

Comments