top of page

কবিতা - অভিমান

  • অরণ্য আপন
  • Aug 9, 2018
  • 1 min read

Updated: Feb 19, 2021

কী করবে, করো আমি দূরে থেকেই কাছে আসব ছুঁয়ে দিব তোমার সব অভিমান সব বৃষ্টিদের বলে রাখব সব পাখিদের দলে টানব চার অক্ষরের সুর তুলিয়ে গাইব তোমার গান।

তুমি আমার তারা, আমি তোমার সাত আসমান। আমার বাড়ির পেছনে আকাশ আছে যেখানে ঈশ্বর হতো আমাদের প্রাণ সেখানে তুমি রেখে যেতে ভালোবাসা আজ রেখে গেছ অভিমান আমার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কোনো ঋণ খেলাপি নেই সুইস ব্যাংকে টাকা পাচার করা নেই আসলে আমার কোনো সম্পদ নেই আমার আছে শুধু তোমার অভিমান

কী করবে, করো আমাকে কাটো, মারো আমি তোমার কাছেই রেখে যাব আমার প্রাণ শোনো নিরু , আমি নদী হবো, তিস্তা নদী তোমার ভালোবাসার জলের অভাবে শুকিয়ে স্মৃতিহীন হবো। শোনো মেয়ে, আমি গাছ হবো রোদ হোক, বৃষ্টি হোক শুক্রবার হোক, রোববার হোক তোমার জানালায় স্থির দাঁড়িয়ে রবো।

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page