Search
কবিতা - টাপুর টুপুর
- পারমিতা মুখার্জী
- Apr 2, 2018
- 1 min read
Updated: Feb 19, 2021
সারা সকাল মেঘ কুড়োলো
বৃষ্টি দেবে বলে , বিকেল হলে -
সুয্যি যখন নাইতে গেল নীলসাগরের জলে ,
আকাশ তখন এলোমেলো হাওয়ার খামে
ভরে , ঝমঝমিয়ে বৃষ্টি পাঠায় --
উঠোন খানি জুড়ে ।
এক পশলা , দুই পশলা , পশলা খান চার
জল থৈথৈ সারা বিকেল, মাঠঘাট একাকার।
ঘরের ভেতর আটকে গেছে বিকেলবেলার কাজ ।
জলেরে ধারা ধুচ্ছে যত নীড়ের কারুকাজ ।
ভিজে জুতো , ভিজে জামায় সবাই কুপোকাত
সার দিয়ে সব যাচ্ছে দেখ মাথায় দিয়ে হাত ।
এরই মাঝে সুয্যি ডোবে ,বন্ধ করে চোখ ,
আকাশ হেঁকে বৃষ্টিরে কয় ,"ঢের হয়েছে ,
একটুখানি রোখ।"
খুকুর বাবা ফেরেনি যে , কাঁদছে খুকু ঘরে
বড্ড ভারী সে জল দে খি , তোরজলের মাঝে।

Comments