top of page

কবিতা - সুকুমার রায় ট্রিবিউট

  • দীপাঞ্জন মাইতি
  • Nov 20, 2016
  • 1 min read

Updated: Feb 18, 2021


ঝাঁকড়া মাথায় কে হেঁটে যায়?

আবোল তালে তবল বাজায়,

পণ ধরেছে লিখবে সে ভাই –

বযহরল.. আরেকটু খাই..

পোষ্য নাকি জারহাঁসু তার,

বন্ধু নাকি খ্যাপা দাশু তার,

নাম নিয়েছে হেসো হুঁশিয়ার,

সঙ্গে পাচন একহাসি জার..

কেমন্ হত এমন হলে!!

আসতো যদি হঠাৎ চলে,

সদল বল স্মৃতি ফেলে,

জ্বলতো পিদিম.. হাসির তেলে!!

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page