top of page

দুইটি কবিতা

  • সূর্য শঙ্কর সাহা
  • Nov 10, 2016
  • 1 min read

Updated: Feb 18, 2021

লুকোচুরি

আমাকে একটা ছদ্মবেশ দিতে পার কেউ?

একটু অন্য হবো...

তোমাদের পাশে পাশে থাকব...

তোমাদের ছায়া পরবে আমার ছায়ার ওপর..

কিন্তু তোমরা চিনবে না আমায়..।

আমাকে হয়ত জিজ্ঞাসা করবে আমার ঠিকানা..

আমি বলব "চিনি না তো...!!"

তোমাদের একই মুখের অনেক আদল..

দিশেহারা করে আমাকে..

নিজেকে হারাই বারে বারে..

তার চেয়ে লুকিয়ে পরাই ভালো..

তোমরা তোমাদের চিনতে থাকো..

আমি একটু অচেনা হই...

শুভ রাত্রি

মাঝে মাঝে মনে হয় পথ ভুল করি ...

ভুল করে চলে যাই ...

অন্য কোন দেশে ... অন্য কোন মনে ।

নতুন করে দেখি দুনিয়াটাকে

নতুন ভাবে শ্বাস নেই

নতুন স্বপ্নে বাঁচি ...।।

পুরনো পথে চলতে চলতে ...

মাঝে মাঝে হারিয়ে ফেলি নিজেকে ।

চেনা পথ অচেনা লাগে ...

জানা সাথি অজানা .....

তবুও রোজ আয়না দেখে নিজেকে চিনতে হয় ..

ধাক্কা খেলে বুঝতে পারি নিজের অস্তিত্ব ...

রোজ সকালে ঘুম থেকে উঠে নিজেকেই বলি ....

" শুভ রাত্রি " ।।

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page