top of page
  • কৌশিক মণ্ডল

ভ্রান্তি বিনাশ

বলছে নাকি, স্বাধীন কবি - "লিখব সবই কোনো নিষেধ শুনব না ছন্দ, লয়, কিসে কবিতা হয় কোনো নিয়মই মানব না যা মন চাই, লিখব তাই অর্থ নিজেই জানব না

লিখব নিজেই, নিজেই তালি শ্রোতাদের আসন খালি, দেখব না।

আছে কলম তাই, লিখব ছাই কাগের ঠ্যাং, বগের ঠ্যাং।"

আপন কুয়োয়, শিল্পী স্বাধীন স্বনামধন্য কোলা ব্যাং!

বলছে স্বাধীন চিত্রকার - "ভাবছ ছবি আঁকব কার? ভুল ভাবছ। আমরা আঁকি মনের ছবি তোমরা ভাব হাবিজাবি বোঝা-বুঝির দায় রেখো না কি এঁকেছি, জানতে চেয়ো না কোন মেজাজে, কি খেয়ালে কখন কি আঁকিবুঁকি নিজেই কি ছাই মাথায় রাখি!"

সোচ্চার, স্বাধীনতার স্বত্ব, নিয়ে মত্ত,

চলচ্চিত্র নির্মাতাও - "যা ইচ্ছে তাই, দেখাবো পর্দায় বুঝবে নাকো মুণ্ড মাথাও সেটাই চাই!

জীবনের অঙ্গ কিনা আছে কোনো গল্প কিনা রূপকথা বা স্বপ্ন কিনা - অবান্তর প্রশ্ন এসব, করবেনা।

শিল্প যা হোক, মন্দ ভাল তাক লাগল, কিনা বলো? চটক চাই, ষোলো আনা আর কিছুরই ধার ধারি না!"

আমি এক ক্ষুদ্র প্রাণী, শিল্প জানি - নিংড়ে হৃদয় যা নেই তাই সৃষ্টি করা

স্বাধীনতার দোহাই দিয়ে শিল্প হয় না হয় সৃষ্টিছাড়া।

নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page