top of page
  • অরুনাভ দত্ত

পরবাস

নিঃসঙ্গ জীবন

বন্ধু কোলাহলময় একাকিত্ব

শূন্যগর্ভ খয়েরী কাঁচ মদ,

বহুদূর থেকে ভেসে আসা প্রিয় ম্লান হাসি,অনুযোগ

অপাপবিদ্ধ বায়না যত, পুতুল চাই আরও-

মায়ের আনা সব্জি-বাজার, রান্নার গল্প মুঠোফোনে,

কাজের মেয়ে আসেনি ? টিভি টা খারাপ,

বাবার জন্মদিনে মালা কেনা হল,

সহজিয়া বাউল গান, কথা-অকথার নিত্য বিষাদ -

পড়ন্ত বিকেলের হলুদ নদী ঘাস,

বা শেষ রাতে ঘুম ভেঙ্গে গেলে,

স্বপ্নগুলোর চাপা কান্না ডেকে যায়,

হায় জীবিকা, পোড়া মাটি-

আমার আপনজনদের ভাল রেখো শুধু ।।

নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page