top of page
  • চিত্রা ব্যানার্জি

আজকের শৈশব

ছোট মেয়েটি বড় হয়েছে আজ ফুরসৎ নেই এতটুকু দাঁড়াবার । সবসময় হাতে কাজ এইসব ছেড়ে জো নেই পালাবার । মার আবদার - লেখাপড়ায় সেরা হওয়া চাই বাবার ইচ্ছে - ছবি আঁকায় যেন স্বকীয়তার ছাপ যেন পাই ।

বড় হওয়ার সঙ্গে সঙ্গে, তার চলাফেরায় বহু বাধানিষেধ শরীরচালনা ও ব্যায়ামও করা চাই নইলে জমবে মেদ । ঠাম্মি শোনায় রামায়ণ মহাভারতের গল্প শুনতে শুনতে ক্লান্ত মেয়েটির চোখে ঘুম নেমে আসে অল্প ।

দাদুর ইচ্ছে - পাঠ্য বই পড়েই হোশ না শান্ত নানান ধরনের বই পড়ে সবকিছু জানতো । খেলার জন্যে টান পড়ে জামার কোণটি ঘুরে দেখে সে - যে আর কেউ নয় তার ছোট বোনটি ।

নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page